ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বঙ্গবাজারের আগুন পুরোপুরি নিভলো ৭৫ ঘণ্টা পর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৩
বঙ্গবাজারের আগুন পুরোপুরি নিভলো ৭৫ ঘণ্টা পর

ঢাকা: ৭৫ ঘণ্টা পর সম্পূর্ণভাবে নির্বাপণ হয়েছে রাজধানীর বঙ্গবাজারের আগুন। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদস্যরা শুক্রবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় এ মার্কেটের আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করে।

এ তথ্য নিশ্চিত করেন সংস্থার মিডিয়া উইংয়ের কর্মকর্তা শাহজাহান শিকদার।

সরেজমিনে ফায়ার সার্ভিস কর্মীদের আগুন নির্বাপণের কাজ শেষ করতে দেখা যায়। পরে তারা নিজেদের মালামাল গুছিয়ে চলে যায়। এখন ঘটনাস্থলে সংস্থার কেউ অবস্থান করছেন না।

ফায়ার সদস্যরা চলে গেলেও ঘটনাস্থলের কিছু কিছু জায়গা থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। বিষয়টি নিয়ে কথা হলে নাম প্রকাশে অনিচ্ছুক ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, এখন আর কোথাও আগুন নেই। তাই আমরা আমাদের ছড়িয়ে ছিটিয়ে থাকা মালামাল গুছিয়ে নিয়ে যাচ্ছি। ধোঁয়া উঠছে ঠিকই, কিন্তু নতুন করে আগুন ধরার সম্ভাবনা নেই। যদি কোথাও আগুন লাগেও আমরা এসে নিভিয়ে যাব।

ধোঁয়া ওঠার কারণ জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, পোড়া জায়গাগুলোর উপরে টিন, নিচের দিকে সব কাপড়। টিনের কারণে পানি নিচের দিকে যাচ্ছে না। এসব সরিয়ে না ফেলা পর্যন্ত ধোঁয়া উঠবে। তবে আগুন লাগবে না।

গত মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজারে আগুনের ঘটনা ঘটে। সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের ৪১ ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আরও সাতটি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। সাড়ে ছয় ঘণ্টা চেষ্টায় বেলা ১২টা ৩৬ মিনিটে আগুন নেভে। কিন্তু গত তিনদিন পুরোপুরি আগুন নির্বাপণ হয়নি।

আগুনে বঙ্গবাজার এলাকার মোট সাতটি মার্কেট পুড়েছে। এর মধ্যে চারটি পুরোপুরি ও তিনটি আংশিক। মার্কেটগুলো হলো- বঙ্গ ইসলামিয়া মার্কেট, বঙ্গ হোমিও কমপ্লেক্স, বঙ্গবাজার মার্কেট, এনেক্সকো টাওয়ার, মহানগর শপিং কমপ্লেক্স, আদর্শ মার্কেট, গুলিস্তান মার্কেট।

বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৩
এসসি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।