ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সন্ধ্যায় ফেসবুক স্ট্যাটাসে ‘বিদায়’, ভোরে ছাত্রলীগ নেতার মৃত্যু

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৩
সন্ধ্যায় ফেসবুক স্ট্যাটাসে ‘বিদায়’, ভোরে ছাত্রলীগ নেতার মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক নাবিল হায়দারের মৃত্যু হয়েছে।

শুক্রবার (০৭ এপ্রিল) ভোর ৬টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া।

তিনি বলেন, ছেলেটি মারা গেছে। লাশ নিয়ে যাওয়া হয়েছে। নাবিল হায়দারের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, ‘হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে’ তার মৃত্যু হয়েছে।

মৃত্যুর আগে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩ মিনিটে নিজের ফেসবুকে ভাঙা ফ্রেমের একটি চশমার ছবি যুক্ত করে একটি স্ট্যাটাস দিয়েছেন নাবিল হায়দার। সেখানে তিনি লিখেছেন—‘বিদায়’।

নাবিল বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি ভোলা জেলায়। তিনি বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলে থাকতেন।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২৩
এসকেবি/এজেডএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।