ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

জেলা কারাগারে এক হাজতির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৩
জেলা কারাগারে এক হাজতির মৃত্যু

নওগাঁ: জেলা কারাগারে আনোয়ার হোসেন বাবুল (৪০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। তিনি মাদক মামলার আসামি ছিলেন।

শুক্রবার (৭ এপ্রিল) বেলা ১০টার দিকে তার মৃত্যু হয়। আনোয়ার হোসেন নওগাঁ সদর উপজেলার কীর্তিপুর এলাকার বাসিন্দা ছিলেন।

জেল সুপার ফারুক আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখে মাদক মামলায় জেল হাজতে আসেন আনোয়ার। তিনি মাদকাসক্ত এবং ডায়াবেটিস রোগে আক্রান্ত ছিলেন। আজ ভোর রাত ৩টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর রাতেই তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়।

জেল সুপার আরও জানান, হাসপাতালের প্রক্রিয়া শেষে মরদেহটি জেলখানায় নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।