ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত ১৫ হাজার দোকান কর্মচারীর জরুরি সহায়তা দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৩
বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত ১৫ হাজার দোকান কর্মচারীর জরুরি সহায়তা দাবি

ঢাকা: বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৫ হাজার দোকান কর্মচারীকে জরুরি সহায়তা করাসহ সারাদেশের ৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও বেতন ভাতা ২৫ রমজানের মধ্যে পরিশোধ করাসহ তিনটি দাবি জানিয়েছে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন।

শুক্রবার (৭ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ সব দাবি জানানো হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন জাতীয় দোকান কর্মচারী ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম বাবুল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় দোকান কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক আমিরুল হক আমিন।

মানববন্ধনে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন তিনটি দাবি জানায়। দাবি তিনটি হলো- 

১. ঢাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৫ হাজার দোকান কর্মচারীর জরুরি সহায়তার জন্য সরকার, বিভিন্ন স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থা সমূহের প্রতি আহ্বান জানানো।

২. ঈদের আগে সারাদেশের ৬০ লাখ দোকান কর্মচারীর ঈদ বোনাস ও বেতন-ভাতা পরিশোধের জন্য দোকান মালিক ও দোকান মালিক সমিতির প্রতি দাবি জানানো।

৩. সারাদেশের দোকান কর্মচারীদের জন্য নিরাপদ কর্মস্থল নিশ্চিত করার জন্য মালিক, মালিক সমিতি ও সরকারের প্রতি দাবি জানানো।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ইউনিবিএলসির কো-অর্ডিনেটর মোস্তফা কামাল, ফেডারেশনের কেন্দ্রীয় নেতা কামরুল হাসান, হযরত আলী মোল্লা, রফিকুল ইসলাম, মেহজাবিন মিতালী, মো. দিদার হোসেন, কুলসুম আক্তার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৩
ইএসএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।