ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নড়াইলে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৩
নড়াইলে পানিতে ডুবে প্রাণ গেল দুই ভাইয়ের প্রতীকী ছবি

নড়াইল: সবাই যখন ইফতারের আয়োজন নিয়ে ব্যস্ত, তখন কোলের দুই শিশুকে নিয়ে হাসপাতালে ছুটছেন অভিভাবকরা। যদি প্রাণ বেঁচে যায় সন্তানদের।

কিন্তু শেষ রক্ষা হয়নি।

চিকিৎসক জানালেন নদীর পানিতে ডুবে আগেই মারা গেছে শিশু দুটি।

নরাইল জেলার সদরের ভৈরব নদী সংলগ্ন আফরা গ্রামে ঘটেছে এ মর্মান্তিক ঘটনা। নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো ভাই।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) সন্ধ্যায় সদর থানার আফরা গ্রামের ভৈরব নদীর কাঠের সেতুর পাশ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলো - সুলতান ফকিরের আড়াই বছর বয়সী ছেলে তাহসীন ফকির ও দবির ফকিরের ৩ বছর বয়সী ছেলে আইয়ান ফকির। তাদের বাড়ি সদর থানার শেখহাটি ইউনিয়নের আফরা গ্রামে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, অন্যান্য সময়ের মতো বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে দুই ভাই বাড়ির আঙিনায় নদীর পাড়ে খেলা করছিল দুই শিশু। ইফতারের আগে তাদের মায়েরা শিশু দুটিকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে ইফতারের একটু আগে ভৈরব নদীর কাঠের সেতু এলাকায় তাদের ভাসতে দেখেন স্থানীয়রা। পরে উদ্ধার করে দ্রুত যশোরের বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

শেখহাটি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার জাকির হোসেন বাংলানিউজকে বলেন, একই পরিবারের দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে তাদের দাফন সম্পন্ন হয়েছে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবাইদুর রহমান বাংলানিউজকে বলেন, একই পরিবারের দুটি শিশুর এমন মৃত্যু খুবই দুঃখজনক ঘটনা। থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।