ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

৩৯৬ বোতল ফেনসিডিলসহ কারবারি আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৩
৩৯৬ বোতল ফেনসিডিলসহ কারবারি আটক

নারায়ণগঞ্জ: জেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৯৬ বোতল ফেনসিডিল ও একটি কাভার্ডভ্যানসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।  

শুক্রবার (৭ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১১ এর এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু।

আটক রনি (২৫) কাভার্ডভ্যানটির চালক ছিলেন। তিনি লক্ষ্মীপুরের ভবানীগঞ্জের পিয়ারাপুরের শিমুলের ছেলে।

এর আগে, ভোরে সোনারগাঁ থানাধীন মোগড়াপাড়াস্থ ফ্রেশ সুপার মার্টের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী পাকা রাস্তার ওপর চেকপোস্ট বসিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রয়ের নগদ একহাজার ৪০ টাকা, একটি মোবাইল, একটি সিম ও জাতীয় পরিচয়পত্র জব্দ করা হয়।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৩
এমআরপি/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।