ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে ট্রাকচাপায় প্রাণ গেল যুবকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৩
মাদারীপুরে ট্রাকচাপায় প্রাণ গেল যুবকের

মাদারীপুর: জেলায় ট্রাকচাপায় সৈয়দ রেজাউল (৩৫) নামের বাক প্রতিবন্ধিতার শিকার এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৭ এপ্রিল) সকালে সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের রাজধরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তিনি উপজেলার পেয়ারপুর ইউনিয়নের বলাইরকান্দি গ্রামের সৈয়দ রবের ছেলে।

জানা গেছে, রাজধরদী এলাকায় বোনের বাসা থেকে নিজবাড়ির উদ্দেশ্যে বের হন রেজাউল। যানবাহনের জন্য সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন তিনি। এ সময় বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক রেজাউলকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। পরে পরীক্ষা-নিরীক্ষা করে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী জানান, নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কোনো অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পলাতক।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।