ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

সোনারগাঁয়ে নিখোঁজের দুই মাসেও ব্যবসায়ীর সন্ধান মেলেনি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৩
সোনারগাঁয়ে নিখোঁজের দুই মাসেও ব্যবসায়ীর সন্ধান মেলেনি

নারায়ণগঞ্জ: নিখোঁজের দুই মাস পরেও সন্ধান পাওয়া যায়নি মো. মিজানুর রহমান নামে এক ব্যবসায়ীর। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া গ্রামের বাড়ি থেকে গত ৭ ফেব্রুয়ারি রাতের বেলায় বের হয়ে তিনি আর ফেরননি।

নিখোঁজ মিজানুর সাতভাইয়াপাড়া গ্রামের হাজি সুলতান আহম্মেদের ছেলে। নিখোঁজের ঘটনায় তার বড় ভাই হাজী মো. মজিবুর রহমান বাদী হয়ে গত ৯ ফেব্রুয়ারি সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়, উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের সাতভাইয়াপাড়া গ্রামের হাজি সুলতান আহম্মেদের ছেলে জমি ব্যবসায়ী মো. মিজানুর রহমান গত ৭ ফেব্রুয়ারি রাতে কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে যান। সে সময় থেকে তিনি নিখোঁজ রয়েছেন। বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে তাকে না পেয়ে গত ৯ ফ্রেরুয়ারি তার বড় ভাই হাজী মজিবুর রহমান বাদী হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন।  

হাজি মুজিবুর রহমানের দাবি, ব্যবসায়িক কারণে তার ভাই মিজানুর রহমান মানসিকভাবে বিপর্যস্ত থাকতেন। এ কারণে তার স্ত্রী রহিমা চৌধুরীর সঙ্গে তার বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। বিচ্ছেদের পরেও তার স্ত্রী তাকে পুনরায় বিয়ে করার চেষ্টা করে আসছেন। ইতোপূর্বে আরও একবার মিজানুর রহমান নিখোঁজ হলে বিভিন্ন স্থানে খোঁজ নিয়ে না পেয়ে তার স্ত্রীর কাছ থেকে উদ্ধার করা হয়।

মুজবুর রহমান আরও বলেন, এবার নিখোঁজ হওয়ার পর ভাইকে না পেয়ে তার বিবাহ বিচ্ছেদ হওয়া স্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হলেও সেখানেও পাওয়া যায়নি।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আহসানউল্লাহ বলেন, দুই মাস আগে অভিযোগ করে থাকলে অবশ্যই ব্যবসায়ীর সন্ধান পাওয়ার জন্য চেষ্টা করা হয়েছে। তার পরিবার পুলিশের সঙ্গে যোগাযোগ করলে আবারও বিভিন্ন স্থানে প্রযুক্তির মাধ্যমে বার্তা পাঠিয়ে উদ্ধারের চেষ্টা করা হবে।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২৩
এমআরপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।