ঢাকা, শনিবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৩
ফরিদপুরে ইয়াবাসহ দুই মাদক বিক্রেতা গ্রেপ্তার

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ৬০০ পিচ ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।  

শুক্রবার (৭ এপ্রিল) দুপুরে ওই দুই মাদক বিক্রেতাকে ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়েছে।

 

এর আগে বৃহস্পতিবার (৬ এপ্রিল) দিনগত রাত আড়াইটার দিকে উপজেলার কাউলিবেড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।  

গ্রেফতাররা হলেন- ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর এলাকার বিল্লাল মোল্লার ছেলে তুহিন মোল্লা (২৫) ও একই গ্রামের আব্দুল মান্নান মিয়ার ছেলে ইমদাদ মিয়া (৪১)।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুনুর রশীদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এব্যাপারে ভাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।