চাঁদপুর: চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় অভিযান পরিচালনা করে ২৫ হাজার মিটার কারেন্ট জাল ও ১০০ কেজি জাটকা জব্দ করেছে টাস্কফোর্স।
শুক্রবার (০৭ এপ্রিল) বিকেল ৪টা থেকে সন্ধ্যা পর্যন্ত চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার জাহান সাথীর নেতেৃত্ব অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অংশগ্রহণকারী সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান রাতে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, অভিযানের টের পেয়ে জেলেরা নদীতে জাল পেতেই পালিয়ে যান। পরে তাদের পেতে রাখা জালগুলো জব্দ করা হয়। জব্দকৃত কারেন্টজাল কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট এবং জাটকাগুলো স্থানীয় এতিমখানা, গরীব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
অভিযানে কোস্টগার্ড ও নৌ পুলিশ সহযোগিতা করেন।
বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২৩
এফআর