ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জমি নিয়ে বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৪ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৩
জমি নিয়ে বিরোধে ভাইয়ের হাতে ভাই খুন

ভোলা: জমির সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভোলার বোরহানউদ্দিনে ভাইয়ের হাতে ভাই খুন হয়েছে।  

শুক্রবার (৭ এপ্রিল) বিকালে উপজেলার কাচিয়া ইউনিয়নের ফুল কাচিয়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

 

নিহতের নাম ছালেম মুন্সি (৫৫)। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেছে।

স্থানীয়রা জানায়, ওই গ্রামের ছালেম মুন্সির সঙ্গে আপন ভাই নসুর মুন্সির বিরোধ চলে আসছিল। শুক্রবার বিকালে ওই বিরোধকে কেন্দ্র করে নসু মুন্সি, আব্বাস, আক্তারসহ অন্যরা ছালেম মুন্সিকে বেধরক পিটিয়ে আহত করে। এতে ঘটনাস্থলে সে মারা যায়।  

নিহতের স্ত্রী জয়তুন বেগম অভিযোগ করে বলেন, আমার ভাসুরের সঙ্গে আমাদের জমি নিয়ে বিরোধ চলছিল। তারই জের ধরে শুক্রবার বিকালে আমাদের বসত ঘর থেকে আমার স্বামীকে জোরপূর্বক  তুলে নিয়ে আমার সামনে প্রকাশ্য আমার ভাসুর নসু মুন্সি (৬০) ও ভাসুরের ছেলে আব্বাস মুন্সি (৩৮), আক্তার (৩৬), আকবার মুন্সি (২২), হাসনাইন(২০)সহ আরো ৩ জন আমার স্বামীকে পিটিয়ে হত্যা করে।  

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে।

এদিকে এ ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক রয়েছে বলে জানা গেছে। হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩৫৩ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।