ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

মরা মুরগির মাংস বিক্রির দায়ে যুবকের কারাদণ্ড 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২০ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৩
মরা মুরগির মাংস বিক্রির দায়ে যুবকের কারাদণ্ড 

ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মরা ব্রয়লার মুরগীর মাংস বিক্রি করার সময় আহাদ মিয়া (৩৫) নামে এক যুবককে আটক করা হয়েছে।  

শুক্রবার (৭ এপ্রিল) বিকালে ঈশ্বরগঞ্জ পৌর হাটে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান।

 

এ ঘটনায় অভিযুক্ত যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তিন হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এ ঘটনায় সাগর মিয়া নামে আরেক যুবক পলাতক রয়েছে।  

দণ্ডপ্রাপ্ত মো. আহাদ মিয়া ময়মনসিংহ সদর উপজেলার মো. রফিক মিয়ার ছেলে। এ সময় তার কাছ থেকে আশি কেজি মরা ব্রয়লার মুরগির মাংস জব্দ করা হয়।

ঈশ্বরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস.আই)মো. শরিফুল ইসলাম এই তথ‍্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার বিকালে ঈশ্বরগঞ্জ পৌর শহরে সাপ্তাহিক হাট বসে। ওই হাটে আহাদ ও সাগর নামে দুই যুবক ব্রয়লার মুরগীর মাংস কেটে বিক্রি করছিলেন। এসময় মাংস থেকে দুর্গন্ধ ও মাংসের উপরে মাছি উড়তে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। এ সময় স্থানীয়রা মাংসসহ আহাদ মিয়াকে আটক করে।  

পরে ঘটনাটি থানা ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মাহাবুবুল আলমকে জানালে তিনি ঘটনাস্থলে এসে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমানকে বিষয়টি জানান।

তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে আহাদ মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেছে। শনিবার তাকে কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ০০২০ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।