ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

মুগদাপাড়ায় ডাকাত চক্রের মূলহোতা পান্ডু গ্রেপ্তার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৮ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৩
মুগদাপাড়ায় ডাকাত চক্রের মূলহোতা পান্ডু গ্রেপ্তার 

ঢাকা: রাজধানীর মুগদাপাড়া এলাকা থেকে ডাকাত চক্রের মূলহোতা মো. ফারুক হোসেন প্রকাশ ওরফে পান্ডুকে (৩২) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)।

শুক্রবার (৭ এপ্রিল) র‌্যাব-৪ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব আলম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

 

তিনি জানান, বৃহস্পতিবার (৬ এপ্রিল) দিনগত রাতে রাজধানীর মুগদা থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামি কুমিল্লা জেলার একটি ডাকাত চক্রের দলের নেতা।

র‌্যাবের এ কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও ঘটনার বিবরণে জানা যায়, গত ১১ মার্চ ভোরে মো. আবুল হোসেন তার অটোরিকশা নিয়ে হোমনা থানার চৌরাস্তার উদ্দেশে রওনা করলে ডাকাত দলের নেতা আসামি পান্ডু ও তার সহযোগীরা ভুক্তভোগীর অটোরিকশার দিকে লক্ষ্য করে টর্চলাইট মেরে গতিরোধ করে। এরপর ভুক্তভোগী আবুল হোসেনকে অটোরিকশা থেকে নামিয়ে এলোপাতাড়ি মারধর করে এবং তার ঘাড়ের ওপর ছুরি ধরে অটোরিকশা থেকে চারটি ব্যাটারি খুলে নিয়ে যায়।  

গ্রেপ্তার আসামি ছদ্মবেশে দীর্ঘদিন ধরে রাজধানীর মুগদা থানার বিভিন্ন এলাকায় নিজেকে আত্মগোপন করে ফেরারি জীবন-যাপন করছিলেন। তার নামে বিভিন্ন থানায় ডাকাতি ও অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে।  

তিনি আরও জানান, গ্রেপ্তার আসামির নামে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২৩
এসজেএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।