ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গবাজার বরিশাল প্লাজায় আগুন: আহত দুজন নিলেন চিকিৎসা 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৩
বঙ্গবাজার বরিশাল প্লাজায় আগুন: আহত দুজন নিলেন চিকিৎসা 

ঢাকা: রাজধানীর ফুলবাড়িয়ায় বঙ্গবাজারের পাশে বরিশাল প্লাজা মার্কেটে অগ্নিকাণ্ডের আহত হয়ে দুইজন ঢাকা মেডিকেলে হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তারা হলেন সুমন (২৭) ও আমিনুর রহমান (৩২)

শনিবার (৮ এপ্রিল) এই তথ্য নিশ্চিত করেন ঢাকা মেডিকেল ক্যাম্প পুলিশ ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া।

তিনি জানান, সকালে বঙ্গবাজারের পাশে বরিশাল মার্কেটের অগ্নিকাণ্ডের ঘটনায় ওই দুইজন হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। তবে যতটুকু জানা গেছে সুমন পাশের একটি মার্কেট জুতার কারখানার কর্মচারী। আগুনের সময় ভয়ে আতঙ্কিত হয়ে নামার সময় তিনি মাথায় আঘাত পান। অপর ব্যক্তি বরিশাল প্লাজার কোনো এক দোকানের মালিক। তিনি সামান্য আহত হয়েছেন। দুইজনই প্রাথমিক চিকিৎসা নিয়ে পরে হাসপাতাল থেকে চলে যান।

আরও পড়ুন >> বঙ্গবাজার সংলগ্ন বরিশাল প্লাজা মার্কেটে আগুন

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৩    
এজেডএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।