ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা, নারীসহ আহত ৮

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৩
মাদারীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় হামলা, নারীসহ আহত ৮

মাদারীপুর: মাদারীপুরে তুচ্ছ ঘটনাকে কন্দ্রে করে হামলায় নারীসহ অন্তত আটজন আহত হয়েছেন।

শুক্রবার (০৭ এপ্রিল) সন্ধ্যার পর পৌর শহরের থানতলী এলাকায় এ ঘটনা ঘটে।

এতে আহতদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে সবাই সুস্থ্য আছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

জানা গেছে, শুক্রবার সন্ধ্যার পর শহরের থানতলী এলাকার ৭ নম্বর ওয়ার্ডের একটি বাড়ির পাশে বসে মাদক সেবন করার অভিযোগ উঠে কয়েকজন যুবক ও কিশোরের বিরুদ্ধে। পরে তাদের ওখানে বসে মাদক সেবনে নিষেধ করলে কথা কাটাকাটি হয় সালেহা বেগম নামে এক নারীর সঙ্গে। এর কিছুক্ষণ পরেই ১০-১৫ জনের একদল কিশোর-যুবক ওই নারীর বাড়িতে গিয়ে হামলা চালায়। এ সময় ৮-১০ জন আহত হন। তাদের মধ্যে কয়েকজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয় ও অন্যরা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নেন।

মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা নূরুল ইসলাম বলেন, শুক্রবার সন্ধ্যায় কিছু রোগী ভর্তি হন। মারামারি সংক্রান্ত ঘটনায় তারা আহত ছিলেন। তাদের কেউ কেউ এখনও ভর্তি আছেন। তবে মারাত্মক ইনজুরি নয়।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।