ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় আগুনে পুড়ল শ্রমিক কলোনীর ১৫ ঘর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৩
আশুলিয়ায় আগুনে পুড়ল শ্রমিক কলোনীর ১৫ ঘর

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় অগ্নিকাণ্ডে একটি শ্রমিক কলোনীর পনেরটি ঘর পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শনিবার (৮ এপ্রিল) বেলা পৌনে ১২টার দিকে আশুলিয়ার বগাবাড়ি বাজার এলাকায় হারুন অর রশিদের শ্রমিক কলোনীতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার সুব্রত সরকার বলেন, অগ্নিকাণ্ডের খবরে আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ততক্ষণে টিনশেডের ১১টি ও বড় ৪টি কক্ষ পুড়ে যায়।

তিনি আরও বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষতির পরিমাণ প্রায় ১৫ লাখ টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত শ্রমিক কলোনীর মালিক।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২৩
এসএফ/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।