ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

শার্শা সীমান্ত থেকে এক কেজি স্বর্ণসহ আটক ১

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৩
শার্শা সীমান্ত থেকে এক কেজি স্বর্ণসহ আটক ১

বেনাপোল (যশোর): যশোরের শার্শার পাঁচ ভূলাট সীমান্ত থেকে প্রায় এক কেজি ওজনের স্বর্ণের বারসহ সাইদুর রহমান (২৫) নামে এক পাচারকারীকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৯৫ লাখ টাকা।

 

শনিবার (০৮ এপ্রিল) বিকেলে শার্শা উপজেলার পাঁচ ভূলাট সীমান্ত এলাকা থেকে এ স্বর্ণের চালান আটক করা হয়।

আটক সাইদুর রহমান শার্শা উপজেলার অগ্রভূলাট গ্রামের আব্দুল হালিমের ছেলে।

২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভির রহমান এক বিজ্ঞপ্তিতে  জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শার্শা উপজেলার পাঁচ ভূলাট সীমান্ত দিয়ে  বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান ভারতে পাচারের উদ্দেশ্য নিয়ে যাওয়া হবে। এমন সংবাদের ভিত্তিতে ওই শার্শা উপজেলার পাঁচ ভূলাট একলায় অভিযান চালিয়ে সাইদুরকে আটক করা হয়। আটকের পর তার শরীরে কৌশলে লুকিয়ে রাখা দুই পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৯৫ লাখ টাকা।  

এ সময় তিনি আরো জানান, জিজ্ঞেসাবাদে সাইদুর জানান স্বর্ণের এই চালানটি ভারতে পাচারের জন্য অগ্রভূলাট গ্রামের তরিকুল মেম্বার তার কাছে দিয়েছেন। বিনিময়ে তাকে মুজরি হিসাবে দুই হাজার টাকা দিয়েছেন তরিকুল মেম্বার।  

বিজিবির এ কর্মকর্তা আরও বলেন, উদ্ধার করা স্বর্ণসহ অভিযুক্ত সাইদুরকে স্থানীয় থানায় সোপর্দ করা হয়েছে।  

গত ১ বছরে ৩১টি সফল অভিযানে ৯৭ কেজি স্বর্ণের চালান আটক করতে সক্ষম হয়েছেন ২১ বিজিবির সদস্যরা। যার আনুমানিক মুল্য ৭৬ কোটি ৯৬ লাখ টাকা। এ সময় ৩২ জন পাচারকারীকে আটক করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, এপ্রিল ০ ৮, ২০২৩    
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।