ঢাকা, সোমবার, ১ পৌষ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বানিয়াচংয়ে সংঘর্ষে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৩
বানিয়াচংয়ে সংঘর্ষে যুবক নিহত

হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় দু’পক্ষের সংঘর্ষে গলায় ফিকল (দেশীয় অস্ত্র) বিঁধে এক যুবক (৩৫) নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও অন্তত ৫০ জনের বেশি মানুষ।


 
শনিবার (৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার মক্রমপুর ইউনিয়নের কুশিয়ারতলা গ্রামে এ ঘটনা ঘটে।
 
নিহত জাহাঙ্গীর আলম কুশিয়ারতলা গ্রামের ধলাই মিয়ার ছেলে।
 
স্থানীয়রা জানান, কুশিয়ারতলা গ্রামের কাছুম আলী ও মক্রমপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য আজমান মিয়ার মধ্যে বিরোধ ছিল।
 
এ নিয়ে শনিবার সন্ধ্যায় দুপক্ষের লোকজন হাঁকডাক দিয়ে গ্রামের মাঠে সংঘর্ষে নেমে পড়েন। এতে জাহাঙ্গীর আলমসহ উভয় পক্ষের ৫০ জনের বেশি মানুষ আহত হন।
 
হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেছেন। তার গলার সামনে দিয়ে ফিকল ঢুকে পেছন দিক দিয়ে বের হয়ে যায়।
 
সংঘর্ষে আহতদের মধ্যে চারজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে বানিয়াচং থানার পরিদর্শক (তদন্ত) মো. আবু হানিফ জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।