ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

অবৈধভাবে বালু উত্তোলন, নালিতাবাড়ীতে এক ব্যক্তির ৫০ হাজার টাকা জরিমানা

ডিস্টিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৩
অবৈধভাবে বালু উত্তোলন, নালিতাবাড়ীতে এক ব্যক্তির ৫০ হাজার টাকা জরিমানা

শেরপুর: শেরপুরের নালিতাবাড়ীতে চেল্লাখালী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জয়নাল আবেদীন (৫৫) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের খলচান্দা গ্রামে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

নেতৃত্ব দেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল।  

জরিমানাপ্রাপ্ত জয়নাল ওই এলাকার মৃত আব্দুল মতিন ফকিরের ছেলে।

সূত্র জানায়, খলচান্দা গ্রামের চেল্লাখালী নদীতে মিনি ড্রেজার মেশিন বসিয়ে নদী তীর ভেঙে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল কতিপয় অসাধু বালু ব্যবসায়ীরা -এমন গোপন তথ্যের ভিত্তিতে শনিবার দুপুরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের প্রমাণ পাওয়ায় জড়িত জয়নাল নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।  

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল বলেন, নদী ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।  

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।