ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের একদিনের বেতন দেবে ভোক্তা অধিদপ্তর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১০ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৩
বঙ্গবাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের একদিনের বেতন দেবে ভোক্তা অধিদপ্তর ফাইল ফটো

ঢাকা: বঙ্গবাজারের অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা হিসেবে কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ
অধিদপ্তর।

এছাড়া অধিদপ্তরের অফিসার্স অ্যাসোসিয়েশনের অনুদান ও অধিদপ্তরের এবারের রমজানের ইফতার আয়োজন বাতিল করে সেই অর্থ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা
দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকারি সংস্থাটি।

শনিবার (৮ এপ্রিল) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশক্ষণ ও প্রচার)
আতিয়া সুলতানা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর অভিপ্রায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের
একদিনের বেতন, অধিদপ্তরের অফিসার্স অ্যাসোসিয়েশনের অনুদান ও অধিদপ্তর কর্তৃক ইফতার আয়োজন বাতিল করে সেই অর্থ সহায়তা হিসেবে দেওয়া হবে।

রোববার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় বঙ্গবাজার ব্যবসায়ী সমিতির কাছে সহায়তার এসব অর্থ হস্তান্তর করবেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ
অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এ. এইচ. এম. সফিকুজ্জামান। এ সময় অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তারা, পরিচালক, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি,
এফবিসিসিআই এর প্রতিনিধি এবং বঙ্গবাজার ব্যবসায়ী সমিতির নেতারা উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের ৪১টি ইউনিট
ঘটনাস্থলে যায়। এরপর ৪৩টি ইউনিট যাওয়ার খবর জানায় ফায়ার সার্ভিস। পরে ৪৮টি ইউনিটের প্রায় সাড়ে ছয় ঘণ্টা চেষ্টায় বেলা ১২টা ৩৬ মিনিটে আগুন
নিয়ন্ত্রণে আসে। এরপর শুক্রবার (৭ এপ্রিল) সকালে আগুন সম্পূর্ণভাবে নির্বাপনের ঘোষণা দেয় ফায়ার সার্ভিস।

আগুনে বঙ্গবাজার এলাকার মোট সাতটি মার্কেট পুড়ে গেছে। এর মধ্যে চারটি পুরোপুরি ও তিনটি আংশিক। মার্কেটগুলো হলো- বঙ্গ ইসলামীয়া মার্কেট, বঙ্গ হোমিও
কমপ্লেক্স, বঙ্গবাজার মার্কেট, এনেক্সকো টাওয়ার, মহানগর শপিং কম্প্লেক্স, আদর্শ মার্কেট, গুলিস্তান মার্কেট।

বাংলাদেশ সময়: ২২০৮ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৩
এসসি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।