ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিলেটে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, বৃদ্ধা নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৪ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৩
সিলেটে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, বৃদ্ধা নিহত ফাইল ফটো

সিলেট: সিলেটে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী তাহেরা বেগম (৯০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন নিহত বৃদ্ধার ছেলেসহ ২ জন।

শনিবার (০৮ এপ্রিল) দক্ষিণ সুরমা উপজেলার সাতমাইল পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাহেরা বেগম সিলেটের বিশ্বনাথ উপজেলার আমতৈল গ্রামের মৃত আব্দুল হান্নানের স্ত্রী। দুর্ঘটনায় তার ছেলে দুদু মিয়া (৬০) নাতনি মাহদিয়া (১৪) আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী বরাত দিয়ে পুলিশ জানায়, দ্রুত গতির একটি ট্রাক পেছন থেকে সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচমুড়ে ঘটনাস্থলেই তাহেরা বেগমের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় দুদু মিয়া ও কিশোরী মাহদিয়াকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ওসি শামসুদ্দোহা এ তথ্য নিশ্চিত করে বলেন, পেছন দিক থেকে দ্রুতগতির একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বৃদ্ধা নিহত হন। তবে ট্রাকটি আটক সম্ভব হয়নি।

বাংলাদেশ সময়: ২২৫২ ঘন্টা, এপ্রিল ০৮, ২০২৩
এনইউ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।