ঢাকা, সোমবার, ১ পৌষ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দৌলতপুর সীমান্তে ৫০০ গ্রাম সাপের বিষ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৫ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৩
দৌলতপুর সীমান্তে ৫০০ গ্রাম সাপের বিষ উদ্ধার উদ্ধার সাপের বিষ

কুষ্টিয়া: কুষ্টিয়া দৌলতপুর সীমান্ত এলাকা থেকে ৫০০ গ্রাম সাপের বিষ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

শনিবার (৮ এপ্রিল) দুপুরে ৪৭ বিজিবি কুষ্টিয়া ব্যাটেলিয়নের এলাকাধীন দৌলতপুর উপজেলার ফিলিপনগর এলাকা থেকে এ বিষ উদ্ধার করা হয়।



৪৭ বিজিবি কুষ্টিয়া ব্যাটেলিয়নের উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, দৌলতপুর উপজেলার ভারত-বাংলাদেশ সীমান্তের ১৫৭/২ এস থেকে ৬ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ফিলিপনগর এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৫০০ গ্রাম ভারতীয় সাপের বিষ উদ্ধার করা হয়। বিজিবির মহিষকুন্ডি বিওপির সুবেদার মাহবুবুর রহমানের নেতৃত্বে এ বিষ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৭৫ লাখ টাকা। এ ঘটনায় কুষ্টিয়া দৌলতপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে বিজিবি। উদ্ধারকৃত সাপের বিষ ৪৭ বিজিবি সদর দপ্তরে জমা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।