ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ যুবলীগের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৩
গোপালগঞ্জে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ যুবলীগের

গোপালগঞ্জ: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে গোপালগঞ্জে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

গোপালগঞ্জ সদর থানা যুবলীগের উদ্যোগে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অর্ধশতাধিক মানুষের মধ্যে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান এসব বিতরণ করেন।

বিতরণকালে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহেদ মাহমুদ বাপ্পি, সহ-সভাপতি রিপন কাজী, রাসেল সিকদার, সাংগঠনিক সম্পাদক শেখ নুরুল হুদা, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোহেল চৌধুরী, বৌলতলী ইউনিয়ন যুবলীগের সভাপতি সাগর সরকারসহ যুবলীগের নেতারা উপস্থিত ছিলেন।  

বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে পোলাওয়ের চাল, চিনি, দুধ, সেমাই, কিসমিচ, আলু।

জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান বলেন, সদর উপজেলা যুবলীগের নেতাকর্মীরা নিজস্ব অর্থায়নে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে এসব খাদ্যসামগ্রী বিতরণ একটি মহতী উদ্যোগ।

এভাবে যদি সমাজের বিত্তবানরা এগিয়ে আসেন তাহলে অসহায় ও দুস্থ মানুষের উপকার হবে।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।