ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

আম পাড়তে গিয়ে প্রাণ হারালেন মাদরাসাশিক্ষক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৩ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৩
আম পাড়তে গিয়ে প্রাণ হারালেন মাদরাসাশিক্ষক প্রতীকী ছবি

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদরে আম পাড়তে গিয়ে প্রাণটাই হারালেন মো. রাকিব হোসেন নামে এক মাদরাসাশিক্ষক।  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে তার।

 

রোববার (৯ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার মান্দারি ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ডের গন্ধ্যর্বপুর আতর আলি ভূঁইয়া বাড়ি জামে মাসজিদ মাদরাসার ছাদে এ দুর্ঘটনা ঘটে।  

তিনি ওই মসজিদের ইমাম ও মাদরাসার শিক্ষক ছিলেন। পাশ্ববর্তী কুশাখালি ইউনিয়নের মিডাইর খিল গ্রামের ইলিয়াস মৌলভি সাহেবের বাড়ির নুর আলমের ছেলে তিনি।

স্থানীয়রা জানায়, শিক্ষক রাকিব হোসেন গাছ থেকে আম পাড়ার জন্য মাদরাসার ছাদে উঠেন। ছাদের উপর দিয়ে একটি হাইভোল্টেজের বিদ্যুতের লাইন গেছে। আম পাড়তে গিয়ে অসাবধানতাবসত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। সেখানেই মারা যান তিনি।  

মান্দারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন রুবেল পাটওয়ারী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২৩
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।