নারায়ণগঞ্জ: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পরিবারের সবাইকে নিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান।
রোববার (৯ এপ্রিল) প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় সংসদ ভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, এটা সৌজন্য সাক্ষাৎ ছিল। আমার মেয়ের ভালো ফলাফলে প্রধানমন্ত্রী সবাইকে নিয়ে যেতে বলেছিলেন। সেখানে তিনি সবাইকে স্নেহ করেছেন, নাতিকে অনেক আদর করেছেন। আমার নাতি তাকে পেয়ে তার মধ্যে নিজের দাদিকে খুঁজে পেয়েছে।
বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২৩
এমআরপি/আরবি