ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ের সীমান্তে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৩
পঞ্চগড়ের সীমান্তে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

পঞ্চগড়: পঞ্চগড়ের সীমান্ত এলাকার সুপারি বাগান থেকে প্রায় ৩৩ লাখ ৪০ হাজার ৭৫০ টাকা দামের দুটি কষ্টি পাথরের মূর্তি ও তিনটি কষ্টি পাথর উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (নীলফামারী বিজিবি-৫৬)।  

শনিবার (৮ এপ্রিল) দিনগত গভীর রাতে নীলফামারি ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন পঞ্চগড় জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের সীমান্তের বলরামপুর গ্রামে একটি সুপারি বাগান থেকে মূর্তিসহ পাথরগুলো উদ্ধার করা হয়।

বিজিবি ও সীমান্ত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বোদা উপজেলার বড়শশী বিওপি কমান্ডার নায়েক সুবেদার রহমতুল কবিরসহ বিজিবি সদস্যরা বিশেষ অভিযান চালায়। সীমান্তের মেইন পিলার ৭৭৪ এর দুই নম্বর সাব পিলারের বাংলাদেশের অভ্যন্তরে বলরামপুর গ্রামের ওই সুপারি বাগান ১২ কেজি ৬৫০ গ্রাম ওজনের একটি বিষ্ণু মূর্তি, ৯ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি বুদ্ধ মূর্তি এবং গ্রায় ২৩ কেজি ওজনের তিনটি কষ্টি পাথর উদ্ধার করে। কষ্টি পাথরের মূর্তি ও তিনটি কষ্টি পাথর উদ্ধার করা হলেও পাচারকারি কাউকে গ্রেফতার করা যায়নি।  

রোববার (৯ এপ্রিল) সন্ধায় নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আসাদুজ্জামান হাকিম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, জব্দকৃত মূর্তিসহ কষ্টি পাথরের আনুমানিক সিজারমূল্য ৩৩ লাখ ৪০ হাজার ৭৫০ টাকা ধরা হয়েছে। উদ্ধার করা মূর্তি ও পাথরগুলো প্রত্যতাত্ত্বিক জাদুঘরে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
 
বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।