ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ওয়ারীতে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার এক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৩
ওয়ারীতে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার এক

ঢাকা: রাজধানীর ওয়ারীর জয়কালী মন্দির এলাকা থেকে ইয়াবা ও গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ওয়ারী থানা পুলিশ।

গ্রেফতার মাদক কারবারি হলেন- মো. বাদল সরদার।

তার বাড়ি বরিশালের গৌরনদীর দক্ষিণ পালড়দি গ্রামে। অভিযানে তার কাছ থেকে ৭০০টি ইয়াবা ও ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

সোমবার (১০ এপ্রিল) দুপুরে ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাজিরুর রহমান জানান, রোববার (৯ এপ্রিল) ওয়ারী থানা এলাকার জয়কালী মন্দিরের হোটেল ওসমানীর সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামি যাত্রাবাড়ীর কাজলা এলাকা থেকে এসব মাদক সংগ্রহ করে তা ওয়ারী এলাকায় নিয়ে আসছিলো।

গ্রেফতার আসামির বিরুদ্ধে ওয়ারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৩
এসজেএ/এসএ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।