ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সোয়া ৩ লাখ টাকার ইয়াবাসহ দুই কারবারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৩
সোয়া ৩ লাখ টাকার ইয়াবাসহ দুই কারবারি আটক

মাদারীপুর: জেলার শিবচরে একহাজার ১০০টি ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা ইয়াবার বর্তমান বাজার মূল্য তিন লাখ ৩০ হাজার টাকা।

রোববার (৯ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে পৌর এলাকার নলগোড়া এলাকার দাদা ভাই হাউজিং প্রকল্প এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকেরা হলেন উপজেলার দ্বিতীয়খণ্ড ইউনিয়নের মোজাফফরপুর এলাকার কাচাই মাদবরের কান্দি গ্রামের দাদন খলিফার ছেলে মাহাবুব খলিফা (২৮) ও শিরুয়াইল ইউনিয়নের চরশ্যামাইল নদীর পাড় এলাকার জসিম ফকিরের ছেলে সোহাগ ফকির (২৫)।

সোমবার (১০ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) আনিসুর রহমান।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শিবচর থানার উপ-পরিদর্শক পরিমল বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে পৌর এলাকার দাদা ভাই হাউজিং প্রকল্প এলাকার একটি নির্মাণাধীন মসজিদের কাছ থেকে ইয়াবা ক্রয়-বিক্রয় করার সময় ওই দুইজনকে আটক করে। এ সময় তল্লাশি চালিয়ে তাদের দুইজনের কাছ থেকে একহাজার ১০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে শিবচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।

সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) আনিসুর রহমান জানান, সোমবার দুপুরে তাদের মাদারীপুর আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।