ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কালিগঞ্জে ছিনতায়ের দায়ে ২ নারী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৯ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৩
কালিগঞ্জে ছিনতায়ের দায়ে ২ নারী আটক

সাতক্ষীরা: জেলার কালিগঞ্জে ছিনতায়ের দায়ে ২ নারীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

সোমবার (১০ এপ্রিল) সকালে উপজেলার চাম্পাফুল ইউনিয়নের বালাপোতা বাবার ধামে আসা হাজারো ভক্তের সঙ্গে মিশে গিয়ে দুই নারীর গলার চেইন ছিনতাই করে পালানোর সময় তাদের হাতে নাতে আটক করা হয়।

আটকরা হলেন সাজিদা ওরফে স্বপ্না (২৩) ও পারভীন (২৫)। তাদের বাড়ি সিলেটে, তবে তারা জানিয়েছেন, তারা রংপুর বস্তিতে থাকেন।

চাম্পাফুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন বলেন, বালাপোতা বাবার ধামে চড়ক পূজা চলছে। এ উপলক্ষে সেখানে হাজারো মানুষের ভিড়। এরই মধ্যে সাতক্ষীরার বাশদহা গ্রামের বৃন্দাবন মজুমদারের মেয়ে জিতা মজুমদার (২২) ও শ্যামনগর উপজেলার কলবাড়ি গ্রামের স্কুল শিক্ষিকা কল্পনা গাইনের (৩৮) গলার স্বর্ণের চেইন ছিনতাই করে পালানোর সময় সাজিদা ওরফে স্বপ্না (২৩) ও পারভীন (২৫) নামের দুই নারীকে হাতে নাতে আটক করা হয়। পরে তাদের কালিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

কালিগঞ্জ থানার ডিউটি অফিসার আসমা পারভীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।