ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সোনারগাঁয়ে ঈদ উপহার বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪১ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৩
সোনারগাঁয়ে ঈদ উপহার বিতরণ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুই শতাধিক অসহায় মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।  

শনিবার (১৫ এপ্রিল) ভূঁইয়া ফাউন্ডেশনের উদ্যোগে বারদী ইউনিয়নের পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঈদ উপহার বিতরণ করা হয়।

 

বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র‌্যাব-১১ এর অধিনায়ক কর্নেল তানভীর মাহমুদ পাশা।
 
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, র‌্যাব-১১ এর মেজর সানরিয়া চৌধুরী, বারদী ইউনিয়ন পরিষদের সদস্য ইসমাঈল সরকার রোমান, সাবেক সদস্য জজ মিয়া প্রমুখ।  

এ সময় বারদী ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ০০৩৯ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৩
এমআরপি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।