ঢাকা: ঈদে বাড়ি যেতে হবে কিন্তু ট্রেনের আগাম টিকিট কাটতে ব্যর্থদের জন্য ভিন্ন সুযোগ দিচ্ছে বাংলাদেশ রেলওয়ে।
আন্তঃনগর ট্রেন ছাড়ার দুই ঘণ্টা আগে স্টেশনে পাওয়া যাচ্ছে স্ট্যান্ডিং টিকিট।
মঙ্গলবার (১৮ এপ্রিল) রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনের ম্যানেজার মাসুদ সরোয়ার তার নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আন্তঃনগর ট্রেন ছাড়ার দুই ঘণ্টা আগে থেকে স্টেশনে স্ট্যান্ডিং টিকিট দেওয়া হচ্ছে।
স্ট্যান্ডিং টিকিটের চাহিদা কেমন এমন প্রশ্নের জবাবে মাসুদ সরোয়ার বলেন, আমরা প্রতিটি আন্তঃনগর ট্রেনের মোট সিটের ২৫ শতাংশ অতিরিক্ত যাত্রীর জন্য স্ট্যান্ডিং টিকিট দিয়ে থাকি। বর্তমানে ঈদযাত্রায় তার চেয়েও বেশি চাহিদা রয়েছে।
তিনি বলেন, আজকে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ৫৫ জোড়া ট্রেন স্টেশন ছেড়ে যাচ্ছে। এরমধ্যে বিশেষ ট্রেন চলাচল করছে তিন জোড়া।
বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৩
এনবি/আরবি