খাগড়াছড়ি: টানা কয়েকদিন ধরে চলা পাহাড়ের বৈসাবি উৎসব শেষ হলেও শেষ হয়নি আনন্দ। এখনো পাড়া মহল্লায় চলছে খেলাধুলাসহ নানা আয়োজন।
মঙ্গলবার (১৮ এপ্রিল) থেকে সাংগ্রাই উপলক্ষে বাংলাদেশ মারমা ছাত্র ও যুব ঐক্য পরিষদের উদ্যোগ তিন দিনব্যাপি খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এদিন সকালে খাগড়াছড়ি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সংগ্ন মাঠে খেলার উদ্বোধন করেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ম্রাসাথোয়াই মারমা।
এ সময় তিনি বলেন, নতুন প্রজন্মের কাছে মারমাদের ঐতিহ্যবাহী খেলাধুলা ও সংস্কৃতিগুলো ধরে রাখার জন্য এই আয়োজন করা হয়েছে। আমরা প্রজন্মের পর প্রজন্মকে এসব আয়োজনের মধ্য দিয়ে আমাদের ঐতিহ্য সংস্কৃতির সঙ্গে পরিচিতি করাতে চাই।
আয়োজক কমিটি জানায়, উৎসব চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। সেদিন ২টা থেকে ৫ টা পর্যন্ত পানি খেলা চলবে।
উদ্বোধনী খেলায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি কংচাইরী মাষ্টার, সাধারণ সম্পাদক কংজ প্রু মারমা, আয়োজক কমিটির আহ্বায়ক মংখই মারমা।
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৩
এডি/এসএ