ঢাকা, সোমবার, ১ পৌষ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

প্রাইভেটকারে ভেতর ১০ কেজি গাঁজা

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৩
প্রাইভেটকারে ভেতর ১০ কেজি গাঁজা

ব্রাহ্মণবাড়িয়া: কসবায় উপজেলায় একটি প্রাইভেটকারের ভেতর থেকে ১০ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ মোড়ের দক্ষিণে ভাঙ্গা ব্রিজের উত্তর পাশ থেকে এসব গাঁজা জব্দ করা হয়।

 

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি আভিযানিক দল সৈয়দাবাদ মোড়ের ভাঙা ব্রিজের পাশের মহাসড়কের উপর একটি প্রাইভেটকার পুলিশের উপস্থিতি দেখে গাড়ি রেখে মাদক বিক্রেতারা পালিয়ে যায়। পরে গাড়ির ভেতর থেকে চারটি ব্যাগ মোড়ানো ১০ কেজি গাঁজা জব্দ করা হয়।

এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অজ্ঞাতনামা মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৩
এসএম/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।