ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধু সেতুতে ৩২ ঘণ্টায় টোল এলো ৩ কোটি ৬০ লাখ টাকা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৩
বঙ্গবন্ধু সেতুতে ৩২ ঘণ্টায় টোল এলো ৩ কোটি ৬০ লাখ টাকা

সিরাজগঞ্জ: বঙ্গবন্ধু সেতু‌তে গত ৩২ ঘণ্টায় ৪১ হাজার ২৫১টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরী‌তে টোল আদায় হয়েছে প্রায় তিন কোটি ৬০ লাখ টাকা।

এর মধ্যে মোটরসাইকেল ছিল আড়াই হাজারেরও বেশি।

বুধবার (১৯ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর।

তিনি বলেন, ঈদে ঘরমুখো মানুষের চাপ বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে যানবাহনের চাপও। গত ৩২ ঘণ্টায় সেতুতে রেকর্ড পরিমাণ টোল আদায় হয়ে‌ছে। গত ২৪ ঘণ্টায় ৩০ হাজার ২৫১টি যানবাহনের বিপরী‌তে টোল আদায় হ‌য়ে‌ছে ২ কো‌টি ৪৪ লাখ ২১ হাজার ৫৫০ টাকা। এই টোলের অধিকাংশই আদায় হয়েছে মঙ্গলবার দিনগত রাত ১২টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত। ২৪ ঘণ্টায় মোটরসাইকেল পার হয়েছে ২ হাজার ৭০০টি।

বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।