ঢাকা, শনিবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মোটরসাইকেল চালককে সড়কেই থেঁতলে দিল ট্রাক্টর!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৭ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৩
মোটরসাইকেল চালককে সড়কেই থেঁতলে দিল ট্রাক্টর!

রাজশাহী: রাজশাহীতে মোটরসাইকেল চালককে সড়কে থেঁতলে দিয়ে পালিয়ে গেছেন এক ট্রাক্টর চালক।  

বুধবার (১৯ এপ্রিল) দুপুরে পবার রামচন্দ্রপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও ট্রাক্টরটি আটক করতে পারেনি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহত মোটরসাইকেল চালকের নাম মতিউর রহমান (৪০)।

জানতে চাইলে পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হক বলেন, প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছেন, মোটরসাইকেল চালক শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় তাকে পেছন থেকে ধাক্কা দেয় একটি ট্রক্টর। এতে তিনি সড়কে ছিটকে পড়েন। পরে তাকে সড়কেই থেঁতলে দিয়ে পালিয়ে যান ট্রাক্টর চালক। রামচন্দ্রপুর হাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে সেখানেই মৃত্যু হয় মোটরসাইকেল চালকের। পরে খবর পেয়ে পুলিশ যায় এবং নিহতের মরদেহ উদ্ধার করে।

ওসি জানান, ময়নাতদন্ত শেষে মতিউর রহমানের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া বর্তমানে ওই ট্রাক্টর চালককে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দেওয়া হলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৩
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।