ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মঙ্গলবার ঢাকা ছেড়েছে ১২ লাখ সিম

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৩
মঙ্গলবার ঢাকা ছেড়েছে ১২ লাখ সিম

ঢাকা: ঈদযাত্রার প্রথম দিন মঙ্গলবার (১৮ এপ্রিল) ঢাকা ছেড়েছেন ১২ লাখ ২৮ হাজার ২৭৮টি সিমের মালিক।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার মোবাইল সিমের ঢাকা আসা যাওয়ার বিবরণ তুলে ধরে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।

টেলিযোগাযোগ মন্ত্রীর সেই তথ্যে দেখা যায়, ‘ঢাকা থেকে বাইরে গেছে ১২ লাখ ২৮ হাজার ২৭৮ সিম। আর ঢাকায় এসেছেন ৬ লাখ ৬৭ হাজার ৭৮৩ জন।

ঢাকা থেকে বাইরে যাওয়া গ্রামীণফোন সিমের সংখ্যা ৩ লাখ ৩৪ হাজার ২৯৫টি। এর মধ্যে রবি ৩ লাখ ২ হাজার ২৮৪টি, বাংলালিংক ৫ লাখ ৭৩ হাজার ৫০৯টি, টেলিটক ১৮ হাজার ১৯০টি। মোট ১২ লাখ ২৮ হাজার ২৭৮টি। আর বাইরে থেকে ঢাকায় এসেছে গ্রামীণফোনের ১ লাখ ২৮ হাজার ৯৭০টি, রবি ১ লাখ ৬ হাজার ৮৬৩টি, বাংলালিংক ৪ লাখ ২২ হাজার ৬০০টি, টেলিটক ৯ হাজার ৩৫০টি। মোট ৬ লাখ ৬৭ হাজার ৭৮৩টি।

শবে কদরের ছুটি ১৯ এপ্রিলের পর ২০ এপ্রিল নির্বাহী আদেশে সরকারি ছুটি দেওয়ায় সরকারি চাকরিজীবীরা ১৮ এপ্রিল ঢাকা ছাড়া শুরু করেন।  

ঈদযাত্রার দ্বিতীয় ও তৃতীয় দিন এ সংখ্যা আরও বেড়ে যাবে। তৃতীয় দিন বৃহস্পতিবার হওয়ায় সংখ্যাটি অনেক বেশি হওয়ার কথা রয়েছে। কারণ, বেসরকারি চাকরিজীবীরা ২০ এপ্রিল বৃহস্পতিবার ঢাকা ছাড়বেন।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৩
এমআইএই/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।