ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৯ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৩
এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৪

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের ষোলঘর এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে চার জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল পৌনে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এখন পর্যন্ত হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনা ও হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীনগর-লৌহজং সার্কেল) মো. তোফায়েল সরকার।

তিনি বাংলানিউজকে বলেন, ষোলঘর কবরস্থান এলাকায় একটি ট্রাক দাঁড়িয়ে চাকা ঠিক করছিল।  শরীয়তপুর পদ্মা ট্রাভেলসের একটি বাস পেছন থেকে এসে ধাক্কা দেয়।

তিনি বলেন, সকাল ১০টা পর্যন্ত আমাদের কাছে চারজনের নিহত হওয়ার খবর ছিল। আহত হয়েছেন অন্তত ১৫ জন। এর মধ্যে সাতজনের অবস্থা গুরুতর। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

তোফায়েল সরকার বলেন, শরীয়তপুর পদ্মা ট্রাভেলসের বাসে মোট ৪৫ জন যাত্রী ছিলেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।

বাংলাদেশ সময়: ১০০৭ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।