ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাষ্ট্রপতিসহ ৩৫ হাজার মুসল্লির নামাজের ব্যবস্থা জাতীয় ঈদগাহে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৩
রাষ্ট্রপতিসহ ৩৫ হাজার মুসল্লির নামাজের ব্যবস্থা জাতীয় ঈদগাহে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস । ছবি: ডি এইচ বাদল

ঢাকা: জাতীয় ঈদগাহে ৩৫ হাজার মুসল্লির জন্য ঈদের নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

এবারের ঈদুল ফিতরে রাষ্ট্রপতি ঢাকাবাসীর সঙ্গে ঈদের নামাজ আদায় করবেন বলেও জানিয়েছেন তিনি।

একইসঙ্গে তিনি জানান, সকাল সাড়ে আটটায় জাতীয় ঈদগাহে ঈদের একমাত্র জামাত অনুষ্ঠিত হবে।
 
বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানের সার্বিক প্রস্তুতি পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।  

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, গতবারের মতো এবারও আসন্ন ঈদুল ফিতরের প্রধান ঈদের জামাত জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হবে। আমরা আজ জাতীয় ঈদগাহ পরিদর্শনে এসেছি।  

তিনি বলেন, নান্দনিক আয়োজন করা হয়েছে। খুব সুন্দর পরিবেশ তৈরি করা হয়েছে। জাতীয় ঈদগাহে ৩ লাখ ২২ হাজার ৮০০ বর্গফুট এলাকায় প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজের ব্যবস্থা করা হয়েছে। আমরা সব স্থান পরিদর্শন করেছি যাতে করে কাজগুলো সুষ্ঠুভাবে হয়।  

তিনি আরও বলেন, আমরা আশা করছি, এখানে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত থাকবেন। রাষ্ট্রপতি এবার আমাদের সঙ্গে ঈদের জামাতে অংশ নেবেন। সঙ্গে মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, সচিব ও কূটনীতিকরা ঈদের জামাতে অংশ নেবেন। সাধারণ মুসল্লিদের জন্য সুষ্ঠু আয়োজন করা হয়েছে।  

মেয়র বলেন, খাবার পানিরও যথেষ্ট ব্যবস্থা রাখা হয়েছে, যাতে এই গরমে কেউ যেন কষ্ট না পায়। যদিও তাপদাহ চলছে, তারপরও হঠাৎ করে দুর্যোগপূর্ণ আবহাওয়া সৃষ্টি হলে ঈদগাহ ময়দানে যাতে পানি জমতে না পারে, সেই ব্যবস্থা করা হয়েছে। ঈদগাহ ময়দান পুরোটা ত্রিপল দিয়ে ঢাকা হয়েছে। পাশাপাশি পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা করা হয়েছে।  

ঈদগাহ ময়দানে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, গতবারের তুলনায় স্বাস্থ্যসেবা কেন্দ্র বেশি রাখা হয়েছে। বেশি করে চিকিৎসকও রাখা হয়েছে। যেহেতু তীব্র তাপদাহ চলছে, সে কারণে কেউ যেন অসুস্থ হয়ে গেলে দ্রুত চিকিৎসা সেবা দেওয়া যায় সে ব্যবস্থা আমরা করেছি। আমাদের সিভিল সার্জনসহ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আলাদা চিকিৎসা সেবা বুথ থাকবে।  

ঈদগাহ ময়দানের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার সম্পর্কে তাপস বলেন, এখানের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার জন্য আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে। যেহেতু রাষ্ট্রপতি আসবেন, তাই এসএসএফ নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা করবে। সুতরাং আমরা খুবই আশাবাদী, সুন্দর ও সুষ্ঠু পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।  

ঢাকাবাসীকে জাতীয় ঈদগাহে আমন্ত্রণ জানিয়ে মেয়র বলেন, আপনারা ঈদের এই জামাতে আসবেন। আমরা সবাই মিলে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেব। একইসঙ্গে সতর্কতার জন্য ঢাকাবাসীকে বলতে চাই, আপনারা কেউ দয়া করে সঙ্গে দিয়াশলাই বা লাইটার সঙ্গে করে আনবেন না।  

তিনি বলেন, আমরা লক্ষ্য করছি, বিভিন্ন জায়গায় আগুন লাগার ঘটনা ঘটছে এবং তীব্র তাপদাহ রয়েছে। সুতরাং সবাইকে এ বিষয়ে সচেতন থাকার আহ্বান জানাচ্ছি। আগুন জ্বলতে পারে এমন কোনো বস্তু সঙ্গে আনবেন না। নিরাপত্তা ও আইনশৃঙ্খলার বাহিনীও এ বিষয়ে অত্যন্ত সজাগ থাকবে। সবাইকে নামাজে আসার জন্য আমি অনুরোধ করছি।  

তিনি বলেন, কূটনীতিকদের জন্য যে রকম আলাদা ব্যবস্থা রয়েছে, তেমনি তিন হাজার ৫৮০ জন নারীর জন্য আলাদা নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে। নারীদের জন্য যে ধরনের সুযোগ- সুবিধা প্রয়োজন তা সবকিছুই আমরা এখানে নিশ্চিত করেছি। একইসঙ্গে আলাদা আলাদা প্রস্থান পথেরও ব্যবস্থা রয়েছে। নামাজ শেষে যেন কোন বিশৃঙ্খলা না হয় সেই জন্য এ ব্যবস্থা করেছি।  

এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাসহ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০২৩
ইএসএস/আরএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।