ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঘণ্টায় পার হচ্ছে দুই হাজার গাড়ি, তারপরও নেই যানজট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৪ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৩
ঘণ্টায় পার হচ্ছে দুই হাজার গাড়ি, তারপরও নেই যানজট

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে ক্রমশ বাড়ছে গাড়ির চাপ। এ মহাসড়কে প্রতি ঘণ্টায় দুই হাজার গাড়ি পার হচ্ছে বলে দাবি করছে পুলিশ।

তবে সড়কের কোথাও কোনো যানজট নেই। মাঝে মাঝে কিছুটা ধীরগতি দেখা গেলেও বেশিরভাগ সময় স্বাভাবিক গতিতে যানবাহন চলাচল করছে।  

বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাত ৯টার পর থেকেই যানবাহনের চাপ বাড়তে থাকে। স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে যাত্রীবাহী বাস ছাড়াও ট্রাক, পিকআপভ্যান, মাইক্রোবাস, মোটরসাইকেলে করেও  মানুষ ঘরে ফিরছে।

প্রতিবারের মতো এবারও উত্তর-দক্ষিণাঞ্চলের ১৯ জেলার যাতায়াতের অন্যতম রুট বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে। তবে এখন পর্যন্ত এ মহাসড়কের কোথাও কোনো যানজটের খবর পাওয়া যায়নি।  

বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন ইয়াজদানি বলেন, প্রচুর গাড়ি আসছে। প্রতি ঘণ্টায় কমপক্ষে দুই হাজার যানবাহন চলাচল করছে। তবে কোথাও যানজট হয়নি। নলকা মোড় এলাকায় মাঝে মাঝে কিছুটা ধীরগতি থাকলেও পুলিশী তৎপরতায় দ্রুত স্বাভাবিক হচ্ছে।  

সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) সালেকুজ্জামান বলেন, মানুষ নির্বিঘ্নে ঘরে ফিরছে। যানজট একদম নেই। কখনো অতিরিক্ত গাড়ির চাপে কিছুটা ধীরগতি থাকলেও সেটা দ্রুতই স্বাভাবিক হচ্ছে।  

বাংলাদেশ সময়: ০৭৩২ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।