ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ষষ্ঠবারের মতো খুলনা চেম্বারের সভাপতি কাজী আমিন 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৭ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৩
ষষ্ঠবারের মতো খুলনা চেম্বারের সভাপতি কাজী আমিন  নির্বাচিতরা

খুলনা: খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচন ২০২৩ এ পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন কাজী আমিনুল হক। টানা ষষ্ঠ বারের মতো খুলনা চেম্বারের সভাপতি হলেন তিনি।

 

এছাড়া শরীফ আতিয়ার রহমান ঊর্ধ্বতন সহ-সভাপতি এবং সিদ্দিকুর রহমান বিশ্বাস বুলু ও মো. মোস্তফা জেসান ভুট্টো সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।  

নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান আইনজীবী আইয়ুব আলী শেখ বৃহস্পতিবার (২০ এপ্রিল) রাতে নির্বাচিতদের নাম ঘোষণা করেন।  

তারা সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এর আগে বিকেল ৪টায় ৩টি ক্যাটাগরিতে মোট ২৪ জন পরিচালক বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

সাধারণ সদস্য শ্রেণিতে নির্বাচিত ১৫ জন পরিচালক হলেন- শরীফ আতিয়ার রহমান, সিদ্দিকুর রহমান বিশ্বাস বুলু, এম এ মতিন পান্না, জেড এ মাহমুদ ডন, মফিদুল ইসলাম টুটুল, কাজী মাসুদুল ইসলাম, জোবায়ের আহমেদ খান জবা, মো. মোশাররফ হোসেন, মো. আবুল হাসান, মো. ইসলাম খান, নিজারুল আলম জুয়েল, দীপক কুমার দাস, শাহাদাৎ হোসেন মল্লিক, তিলক কুমার গোস্বামী ও সোহাগ দেওয়ান। সহযোগী সদস্য শ্রেণির ৬টি পরিচালক পদে নির্বাচিতরা হলেন- মোস্তফা জেসান ভুট্টো, শেখ মো. গাউসুল আজম, খান সাইফুল ইসলাম, মনিরুল ইসলাম মাসুম, মো. মাহবুব আলম ও চৌধুরী মিনহাজ উজ জামান সজল।  

বাণিজ্যিক দল শ্রেণির ৩টি পরিচালক পদে নির্বাচিত হয়েছেন কাজি আমিনুল হক, গোপী কিষণ মুন্ধড়া এবং ঠাকুর মো. শাহ্ আলম তুহিন।

বাংলাদেশ সময়: ০৮০৫ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৩
এমআরএম/আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।