ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

জুমাতুল বিদায় খুলনায় মসজিদে মুসল্লিদের ঢল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৩
জুমাতুল বিদায় খুলনায় মসজিদে মুসল্লিদের ঢল

খুলনা: যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে খুলনায় জুমাতুল বিদা পালিত হয়েছে। রমজান মাসের শেষ শুক্রবার জুমাতুল বিদা হিসেবে পালন করেন মুসলিমরা।

শুক্রবার (২১ এপ্রিল) মসজিদে মসজিদে জুমার নামাজ আদায়ের পর মোনাজাতে দেশ-জাতি এবং মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি কামনা করেন মুসল্লিরা। তপ্ত রোদ থেকে রক্ষা পেতে বৃষ্টির জন্য বিশেষ মোনাজাতও অনুষ্ঠিত হয় অনেক মসজিদে।

জুমার আজানের আগেই মসজিদমুখী হন মুসল্লিরা। আজানের পর প্রায় সব মসজিদেই তিলধারণের ঠাঁই ছিল না।

জুমাতুল বিদার খুতবায় উচ্চারিত হয় ‘আলবিদা, আল বিদা, ইয়া শাহর রামাদান’। অর্থাৎ বিদায়, বিদায় হে মাহে রমজান। প্রতিটি মসজিদে নামাজের কাতার মসজিদ ছাড়িয়ে আশপাশের সড়ক পর্যন্ত বিস্তৃত হয়। ভেতরে জায়গা না পেয়ে মসজিদ চত্বর ও সড়কে জায়নামাজ বিছিয়ে মুসল্লিরা নামাজ আদায় করেন।

বাংলাদেশ সময়: ১৩৩৬ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৩
এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।