ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বিয়ের অনুষ্ঠানে হাজির হয়ে বরকে কারাগারে পাঠালেন ম্যাজিস্ট্রেট

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৮ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৩
বিয়ের অনুষ্ঠানে হাজির হয়ে বরকে কারাগারে পাঠালেন ম্যাজিস্ট্রেট

ফেনী: ফেনীর ছাগলনাইয়ায় একটি কমিউনিটি সেন্টারে চলছিল বিয়ের অনুষ্ঠান চলছিল। আর সেখানে গিয়ে হাজির হন ম্যাজিস্ট্রেট।

 

বরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন তিনি। ওই বরের অপরাধ এসএসসি পরীক্ষার্থী এক কিশোরীকে বিয়ে করেছেন তিনি।

সোমবার (২৪ এপ্রিল) বিকালে উপজেলার পাঠাননগর ইউনিয়নের  একটি কমিউনিটি সেন্টারে কারাভোগের শাস্তি পান ওই বর।  

তার নাম আবদুল্লাহ আল মামুন। দক্ষিণ হরিপুর গ্রামের মজুমদার বাড়ির কবির আহাম্মদ মজুমদারের ছেলে তিনি।  

জানা যায়, দেশের বাইরে থাকেন মামুন। তিনি দেশে ফিরলে এক এসএসসি পরীক্ষার্থীর সঙ্গে গোপনে তার বিয়ে হয়।  

সোমবার কমিউনিটি সেন্টারে বিয়ের আনুষ্ঠানিকতার অনুষ্ঠান চলছিল। সংবাদ পেয়ে ছাগলনাইয়ার ইউএনও এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌমিতা দাশ পুলিশসহ সেখানে উপস্থিত হন। এরপর বর মামুনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে এক মাসের সাজা দিয়ে জেলহাজতে পাঠানো হয়। এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগম উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১০২৭ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৩
এসএইচিডি/এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।