ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ডেমরায় ধর্ষণ মামলার আসামি আটক 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৩
ডেমরায় ধর্ষণ মামলার আসামি আটক  আটক আসামি

ঢাকা: রাজধানীর ডেমরায় এক কিশোরী ধর্ষণের ঘটনায় মো. সুমন (৩৫) নামে এক আসামিকে আটক করেছে র‌্যাব-৩।

আসামি সুমন ঢাকার ডেমরা থানাধীন ভার্জিন বেকারি গলির মো. নূর ইসলামের ছেলে।

বুধবার (২৬ এপ্রিল) দুপুরে র‌্যাব-৩ অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ বাংলানিউজকে বিষয়টি জানান।

তিনি আরও জানান, সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা তথ্যর ভিত্তিতে মঙ্গলবার (২৫ এপ্রিল) রাতে নারায়ণগঞ্জ জেলার সিদ্বিরগঞ্জ এলাকা থেকে তাকে আটকজ করা হয়।  

র‌্যাব-৩ অধিনায়ক জানান, আটক আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার অপরাধ স্বীকার করেছে। সে ভুক্তভোগীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে নিজ বাড়িতে নিয়ে এসে পানির সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে অচেতন করে ধর্ষণ করে। পরে ভুক্তভোগীর বাবা জানতে পারলে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসক জানায় তার মেয়েকে ধর্ষণ করা হয়েছে।

আসামির বিরুদ্ধে ভুক্তভোগী বাবা বাদী হয়ে মামলা করেন। মামলার পর আসামি পলাতক জীবনযাপন করে আত্নগোপনে ছিল। এক পর্যায়ে র‌্যাবের হাতে আটক হয়। আটককের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৩
এসজেএ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।