ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বোরহানউদ্দিনে বাসচাপায় দুই বাইক আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৩
বোরহানউদ্দিনে বাসচাপায় দুই বাইক আরোহী নিহত

ভোলা: ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে ভোলা-চরফ্যাশন সড়কের বৈদ্দেরপুল নাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


 
নিহতরা হলেন- মনির (৩৫) ও আজগর (৪০)। তারা উভয়ে মোটরসাইকেলের আরোহী।

পুলিশ জানিয়েছে, ভোলা থেকে একটি বাস চরফ্যাশনের দিকে যাচ্ছিল। এ সময় সাইড সড়ক থেকে ভোলা-চরফ্যাশন সড়কে একটি মোটরসাইকেল উঠে এলে বাসের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই দুই আরোহী নিহত হয়।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির উদ্দিন দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।