ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

অত্যধিক গরমে বেঁকে যায় লাইন, ৭ বগি লাইনচ্যুত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৩
অত্যধিক গরমে বেঁকে যায় লাইন, ৭ বগি লাইনচ্যুত ছবি: বাংলানিউজ

ব্রাহ্মণবাড়িয়া: চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী মালবাহী কন্টেইনার ট্রেনের সাতটি বগি ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথে ব্রাহ্মণবাড়িয়া জেলায় লাইনচ্যুত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে শহরতলীর দাড়িয়াপুর রেলগেইট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

এতে করে ঢাকামুখী আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ।  

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাষ্টার মো. রফিকুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেনটি ঢাকা যাওয়ার পথে দাড়িয়াপুর নামকস্থানে ট্রেনটির সাতটি বগি লাইনচ্যুত হয়। অত্যধিক গরমে লাইন বেকে যাওয়ায় এ দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার কারণে রেল লাইন ও স্লিপারের ব্যাপক ক্ষতি হয়।

তিনি আরও জানান, বর্তমানে ঢাকামুখী আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ। তবে ডাউন লাইন দিয়ে ধীর গতিতে ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। আখাউড়া জংশন থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।