ঢাকা: অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কর অঞ্চল-৯ এর পরিদর্শক আবু হাসান মোহাম্মদ খাইরুল ইসলাম ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (৩০ এপ্রিল) দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, গাজীপুরের উপ-পরিচালক মো. মোজাহার আলী সরদার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
জানা গেছে, আবু হাসান মোহাম্মদ খাইরুল ইসলামের দুর্নীতি দমন কমিশনে দাখিল করা সম্পদ বিবরণীতে ১ কোটি ৩২ লাখ ১ হাজার ৮৯৮ টাকার সম্পদের তথ্য গোপনপূর্বক কমিশনে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দেন এবং স্ত্রীর নামে সাব-কবলা দলিল মূলে কেনেন।
এরপর নিজ নামে হেবা বিল এওয়াজ দলিলের মাধ্যমে অর্জিত ১৫ শতক জমি ও দোতলা (ডুপ্লেক্স) বাড়ি নির্মাণের খরচসহ সর্বমোট ১ কোটি ৩৩ লাখ ৪৪ হাজার ২৪৫ টাকার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঅঙ্গতিপূর্ণ অবৈধ সম্পদ অর্জন করেন।
এই সম্পদ নিয়ন্ত্রণে রাখা, ঘুষ বা দুর্নীতির মাধ্যমে অর্জিত উক্ত অবৈধ সম্পদের উৎস আড়াল করার অসৎ উদ্দেশ্যে তার অবৈধ আয়ের প্রকৃতি উৎস, অবস্থান, মালিকানা ও নিয়ন্ত্রণ গোপন বা ছদ্মাবৃত করার নিমিত্ত জ্ঞাতসারে স্থানান্তর বা রূপান্তরের মাধ্যমে তার পিতা মো. চাঁদ মিয়ার নামে আয়কর বিভাগে ভুয়াভাবে প্রদর্শন করে অবৈধ সম্পদ বৈধ করার অপচেষ্টা চালান।
এই অপরাধে রোববার দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ দুর্নীতি দমন কর এর ২৬ (২) ও ২৭(১) ধারা তৎসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর মামলাটি ৪ (২) ও ৪(৩) ধারায় মামলাটি দায়ের করা হয়।
পরিদর্শক আবু হাসান মোহাম্মদ খাইরুল ইসলামের স্ত্রী লাকী রেজওয়ানা পরস্পরের যোগসাজশে সম্পদের মিথ্যা তথ্য দিয়েছেন। আর এ কারণেই দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬ (২) ও ২৭(১) ধারা তৎসহ মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪ (২) ও ৪(৩) ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৩
এসএমএকে/আরএইচ