ঢাকা: বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত দপ্তরি কাম প্রহরীদের অমানবিকভাবে বাধ্যতামূলক ২৪ ঘণ্টা ডিউটি থেকে মুক্তি দেওয়া সহ তিন দফা দাবিতে মানববন্ধন হয়েছে রাজধানীতে।
সোমবার (১ মে) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করেছে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্মচারী কল্যাণ সমিতি।
সভাপতির বক্তব্যে মজিবুর রহমান বলেন, আমরা প্রাথমিক বিদ্যালয়ের প্রহরীরা মানবতার জীবনযাপন করছি। পৃথিবীর কোথাও নাই যে ২৪ ঘণ্টা ডিউটি করতে হবে। দিনে স্কুলের দপ্তরির কাজ করতে হচ্ছে এবং রাতে পাহারা দিতে হচ্ছে। বিগত ১০ বছর যাবৎ আমরা এ ডিউটি করছি। পাশাপাশি দুই ঈদের কোনোটিতেই আমরা উৎসব বোনাস পাই না। ২০১২ সালের আউটসোর্সিং নীতিমালা অনুচ্ছেদ ১১/১ মোতাবেক নিয়োগ প্রাপ্ত কর্মচারীদের সরকারি ছুটি পাওয়ার কথা থাকলেও আমরা কোনো ধরনের ছুটি পাই নাই।
তিনি আরও বলেন, শুধুমাত্র স্কুল টাইমে আমরা ডিউটি করব হাইকোর্টের এমন নির্দেশ থাকলেও মাঠ পর্যায়ে তা বাস্তবায়ন হচ্ছে না। রাতে বিদ্যালয় পাহারা দেওয়ার সময় যদি কোনো ধরনের চুরি হয় তাহলে সম্পূর্ণ দায়ভার আমাদের নিতে হয়। বছরে আমাদের কোনো ছুটি নাই। এমন কি, যেদিন স্কুল বন্ধ থাকে সেই শুক্রবারও আমাদের ডিউটি করতে হয়। বেতন ঠিকমতো দিলেও আমরা কোনো ধরনের উৎসব ভাতা পাচ্ছি না। তাই আমাদের দাবি আদায়ের জন্য আজকে আমরা রাজপথে নেমেছি।
এ সময় তিনটি দাবি জানান তারা। সেগুলো হলো- চাকরি জাতীয়করণ; ২৪ ঘণ্টা নয়, হাইকোর্টের রায় অনুযায়ী স্কুল টাইম ডিউটির পরিপত্র জারি; বেতন ভাতা বৃদ্ধি এবং উৎসব ভাতা চালু করা।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারী কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি সাধন কান্ত বাড়ই, কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মোল্লা, কেন্দ্রীয় কমিটির উপ সাংস্কৃতিক সম্পাদক শ্রী রুবেল প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, মে ১, ২০২৩
ইএসএস/এমজে