ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নালিতাবাড়ীরতে ৫০ হাজার ভারতীয় রুপিসহ কারবারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, মে ১, ২০২৩
নালিতাবাড়ীরতে ৫০ হাজার ভারতীয় রুপিসহ কারবারি আটক

শেরপুর: শেরপুরের নালিতাবাড়ীতে ভারতীয় ৫০ হাজার রুপি ও নগদ ২ লাখ ৫৮ হাজার টাকাসহ শাহাজাদা আকন্দ নামের এক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (১ মে) রাতে উপজেলার সীমান্তবর্তী নাকুগাঁও স্থলবন্দর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ওই কারবারি শ্রীবরদী উপজেলার গড়জরিপা ইউনিয়নের মৃত ইসমাইল আকন্দের ছেলে।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর এলাকায় অভিযান চালায়। এ সময় শাহাজাদা আকন্দকে আটক করা হয়। পরে তার হেফাজতে থাকা ৫০ হাজার ভারতীয় রুপি ও নগদ টাকাসহ উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান আটকের সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, পুলিশ সুপার মো. কামরুজ্জামান স্যারের নির্দেশে অভিযান পরিচালনা করা হয়েছে।  আটক শাহাজাদার নামে মামলার প্রস্তুতি চলছে।  

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, মে ০১, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।