ঢাকা: মহান মে দিবস উপলক্ষে র্যালি ও সমাবেশ করেছে গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়ন (জিপিইইউ)।
সোমবার (১ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতির বক্তব্যে রাসুলুল আমিন মুরাদ বলেন, মালিক ও শ্রমিকের পারস্পারিক সহমর্মিতা ও সহযোগিতা ছাড়া জাতীয় উন্নয়ন সম্ভব নয়। আর শ্রমিকের জীবনমানের উন্নতি জাতীয় উন্নয়নের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
তিনি বলেন, মালিক শ্রমিকের সুসম্পর্ক প্রতিষ্ঠানের টেকসই ও ধারাবাহিক সাফল্যের জন্য অপরিহার্য। তাই প্রতিষ্ঠানগুলোতে অযথা শ্রমিক হয়রানি বন্ধ করে মালিক ও শ্রমিকের সুসম্পর্ক বজায় রাখা উচিত। যা কোম্পানির মুনাফা বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে। যাতে মালিকপক্ষ আরও বেশি কর্মসংস্থান সৃষ্টি করতে পারেন।
জিপিইইউর সাধারণ সম্পাদক মাতুজ আলী কাদেরী বলেন, শ্রমিকের ন্যায়সঙ্গত অধিকার আদায় ও ভাগ্য উন্নয়নে শ্রমিকের ট্রেড ইউনিয়ন গঠন ও তা সক্রিয়ভাবে কাজ করার পথ সুগম করতে হবে। এজন্য শ্রম মন্ত্রণালয়সহ সব সরকারি প্রতিষ্ঠান ও মালিকপক্ষকে ইতিবাচক ভূমিকা পালন করতে হবে। যে দেশে শ্রমিকেরা যত সচ্ছলতা পেয়েছে, সে দেশ তত এগিয়েছে।
তিনি আরও বলেন, ট্রেড ইউনিয়ন গঠনের পাশাপাশি শ্রমিকদের ন্যায়সঙ্গত অধিকারের প্রতি মালিক ও শ্রমিক পক্ষের কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। তা না হলে এ বছরের মে দিবসের প্রতিপাদ্য যে বিষয় ‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ তা কোনো দিন বাস্তবায়ন হবে না।
এ সময় জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে সব সেক্টরে চাকরি নিশ্চয়তাসহ যথাযথ বেতন ও অন্যান্য সুবিধা নিশ্চিত করা এবং নানান উপায়ে শ্রমিক হয়রানি ও নির্যাতন বন্ধের দাবি জানান মাতুজ আলী কাদেরী।
জিপিইইউর সহ-সভাপতি রাসুলুল আমিন মুরাদের সভাপতিত্বে আরও বক্তব্য দেন জিপিইইউর সাংগঠনিক সম্পাদক শাখাওয়াত হোসেন, সহ-সাধারণ সম্পাদক ইমরুল কায়েস, কমিউনিকেশন সেক্রেটারি আদিবা জেরিন চৌধুরী ও শাহাজাহান খানসহ অন্যান্য নেতারা।
বাংলাদেশ সময়: ০১৪৩ ঘণ্টা, মে ০২, ২০২৩
ইএসএস/এসআইএ