ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মেয়েকে ধর্ষণের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বাবা গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, মে ২, ২০২৩
মেয়েকে ধর্ষণের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বাবা গ্রেপ্তার

ঢাকা: ধর্ষণ মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আজিম বেপারীকে (৪০) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সোমবার (১ মে) ঢাকার শ্যামপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-২ এর সিনিয়র এএসপি মো. ফজলুল হক জানান, ২০২১ সালের ২৪ ডিসেম্বর শাহবাগ থানায় আজিম বেপারীর (৪০) বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অপরাধে মামলা দায়ের করা হয়।  

বিচারিক কার্যক্রম শেষে আজিম বেপারীর বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ২ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।

এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে ঢাকার শ্যামপুর থেকে পলাতক আজিম বেপারীকে গ্রেপ্তার করা হয়।

আজিম বেপারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, আজিম বেপারী তার বড় মেয়েকে ধর্ষণ করেন- এমন অভিযোগে তার স্ত্রী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। ওই মামলায় আজিম বেপারী ১৩ মাস জেল খাটার পর জামিনে বেরিয়ে আত্মগোপনে চলে যান।

তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এএসপি ফজলুল।

বাংলাদেশ সময়: ০৯৫২ ঘণ্টা, মে ২, ২০২৩
পিএম/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।